আমাদের সম্পর্কে
নিউক্লিয়ার টেকনোলজী ব্যবহার করে মানুষকে বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১৯৮০ সালে ইনস্টিটিউট অব্ পোষ্ট গ্র্যাজুয়েট এন্ড রিসার্চ (আইপিজিএমআর) এর “ব্লক এ” তে ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন ’ প্রথম স্থাপিত হয়। পরবর্তীতে “পরমাণু চিকিৎসা ইনস্টিটিউট ঢাকার জন্য ভবন নির্মাণ ও আধুনিকীকরণ ” শীর্ষক প্রকল্পের মাধ্যমে এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘ডি’-ব্লক এর ১৮ তলা ভবনের ৮ম তলা হতে ১১তম তলা পর্যন্ত প্রায় ৬০,০০০ বর্গফুট আয়তন জুড়ে স্থানান্তরিত হয়। সম্প্রতি এটির নতুন নামকরণ করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব্ নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস। ২০১৫-২০১৭ সালে এটি “আপগ্রেডিং এন্ড স্ট্রেন্দেনিং দি ফ্যাসিলিটিস অ্যাট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস” শীর্ষক এডিপি প্রকল্পের মাধ্যমে স্থানীয় মুদ্রায় ক্রয়কৃত ১০৮টি ও বৈদেশিক মুদ্রায় ক্রয়কৃত ১৩টি অত্যাধুনিক ও উন্নত যন্ত্র স্থাপন সহ আধুনিক ডিজিটালাইজড টোকেন সিস্টেম এবং ভবনের কক্ষ সমূহ সংস্কারের মাধ্যমে নিনমাস আধুনিক রূপ লাভ করেছে। সর্বাধুনিক পেট-সিটি, সিঙ্গেল ও ডাবল স্পেক্ট গামা ক্যামেরা সংযোজিত ইনস্টিটিউটটি বর্তমানে অনকোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, এবং সেরিব্রাল স্ক্যানিং এর মত আধুনিক পরীক্ষা করতে সক্ষম।“পেট-সিটি এন্ড সাইক্লোট্রন” স্থাপন প্রকল্পের মাধ্যমে বর্তমানে দুইটি পেট-সিটি স্থাপিত হয়েছে। যার মাধ্যমে প্রচুর রোগী বিশেষত ক্যান্সার আক্রান্ত রোগীকে ক্যান্সার সনাক্তকরণের মাধ্যমে পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া উক্ত প্রকল্পের অধীনে একটি Cyclotron বিএসএমএমইউ এর চত্বরে স্থাপিত হয়েছে। যার মাধ্যমে PET-CT পরীক্ষায় ব্যবহৃত PET tracer 18F-FDG উৎপাদন করা হয় ।
আমাদের লক্ষ্য/উদ্দেশ্যঃ
আগামী ১০ হতে ১৫ বছরের মধ্যে নিউক্লিয়ার মেডিসিন থেরাপী, টার্গেটেড রেডিওনিউক্লাইড থেরাপী, রেডিওফার্মেসী, পেট- রেডিওফার্মাসিউটিক্যালস, নিউক্লিয়ার ,অন্কোলজী, পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেডিসিন, নিউক্লিয়ার নেফ্রোলজি এবং নিউক্লিয়ার কার্ডিওলজি থেকে অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। পরমাণু চিকিৎসার ক্ষেত্রে এ সকল ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের লক্ষ্যগুলো হলো :
১। রোগীদের উন্নততর ও আধুনিক সেবা প্রদান
২। রোগ নির্ণয় এবং থেরাপীর ক্ষেত্রে সামর্থ্য বাড়ানো
৩। শিক্ষা ও গবেষণা কার্যক্রম বাড়ানো
৪। মানব সম্পদ উন্নয়ন
কি ভাবে নিনমাস এর সেবা নিবেন ?
নিনমাস এর যে কোন সেবা নেয়ার জন্য একজন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ বিবেচনা করে আপনাকে একটি তারিখ (Appointment) দেয়া হবে। নির্ধারিত তারিখে সরকার নির্ধারিত ফি প্রদান করে আপনি সেই সেবা নিতে পারবেন। তবে সরকারী হাসপাতালে ফ্রি বেডে ভর্তি রোগীদের জন্য কোন ফি দিতে হয় না। মুক্তিযোদ্ধাদের জন্য সকল পরীক্ষার ক্ষেত্রে ৬০% কম মূল্য ধার্য করা হয় । অন্য যে কোন তথ্য অ্যাপয়েন্টমেন্ট কাউন্টার অথবা কর্তব্যরত চিকিৎসকের কাছে পাওয়া যাবে।
* সাম্প্রতিক মহামারী সংকটে কোভিড -১৯ সেফটি বজায় রাখার জন্য সরকার কর্তৃক নির্দেশিকা "No Mask No Service" (নো-মাস্ক নো সার্ভিস) পলিসি অনুসরণ করা হচ্ছে ।
* নিনমাসে সেবাগ্রহণকারী প্রতিটি রোগীর Covid-19 সেফটি বজায় রাখার জন্যে ব্লক-ডি এর নীচতলায় অভ্যর্থনা কাউন্টার স্থাপন করা হয়েছে ।
* নিনমাসে প্রতিটি পরীক্ষা/সেবার ক্ষেত্রে International Covid-19 safety protocol অনুসরণ করা হয় ।
কর্মদিবসঃ
রবিবার হতে বৃহস্পতিবার সকাল ০৯:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটিঃ শুক্র ও শনিবার।
অ্যাপয়েন্টমেন্টঃ
অত্র ইনস্টিটিউটের সব পরীক্ষার জন্য পূর্ব অ্যাপয়েন্টমেন্ট নেয়া আবশ্যক। অ্যাপয়েন্টমেন্ট এর জন্য অভ্যর্থনা কাউন্টারে যোগাযোগ করুন।
***পরীক্ষা বা চিকিৎসার দিন ভিড় এড়াতে আপনি পূর্বাহ্নেই ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন।
রোগী এন্ট্রির সময়ঃ
১. আল্ট্রাসনোগ্রাম : সকাল ০৯:০০ - দুপুর ০১:০০ (পূর্বনির্ধারিত Appointment অনুসারে)
২. সিণ্টিগ্রাফী (স্ক্যান) : সকাল ০৯:০০ - দুপুর ১২:০০ ”
৩. হরমোন পরীক্ষা : সকাল ০৯:০০ - দুপুর ০২:০০ ”
৪. থাইরয়েড : সকাল ০৯:০০ - দুপুর ০২:০০ ”
৫. পেট-সিটি : সকাল ০৯:০০ - দুপুর ১২:০০ ”
পরীক্ষার সময়ঃ
১. আল্ট্রাসনোগ্রাম : সকাল ০৯:০০ - বিকাল ০৪:০০ (পূর্বনির্ধারিত Appointment অনুসারে)
২. সিণ্টিগ্রাফী (স্ক্যান) : সকাল ০৯:০০ - বিকাল ০৫:০০ ”
৩. হরমোন পরীক্ষা : সকাল ০৯:০০ - বিকাল ০৪:০০ ”
৪. থাইরয়েড : সকাল ০৯:০০ - বিকাল ০৪:০০ ”
৫. পেট-সিটি : সকাল ০৯:০০ - বিকাল ০৪:০০ ”
রিপোর্ট প্রদানঃ
১. আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার রিপোর্ট পরীক্ষার দিন : বিকাল ০৩:০০ ঘটিকার পর আল্ট্রাসনোগ্রাম
অভ্যর্থনা কাউন্টার হতে প্রদান করা হয়।
২. সিণ্টিগ্রাফী পরীক্ষার রিপোর্ট পরীক্ষার পরের দিন : দুপুর ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউণ্টার
(৮ তলা) হতে প্রদান করা হয়।
৩. হরমোন পরীক্ষার রিপোর্ট নির্ধারিত দিন : দুপুর ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউণ্টার
(৮ তলা) হতে প্রদান করা হয়।
৪. শুধু থাইরয়েড পরীক্ষার রিপোর্ট পরীক্ষার দিন : দুপুর ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউণ্টারে
(৮ তলা) অথবা কক্ষ নং ৯০৮ হতে প্রদান করা হয়।
৫. পেট-সিটি পরীক্ষার রিপোর্ট নির্ধারিত দিন : দুপুর ০২:০০ ঘটিকার পর কক্ষ নং ৯০৯ (৯ম তলা) হতে প্রদান করা হয়
নিনমাস এর ফ্লো চার্টঃ
